স্বপ্ন

মানুষগুলোর চোখে অনেক স্বপ্ন
হরেক চোখে হরেক রকম বাহার,
জানে সবাই, স্বপ্ন দেখা শাপ --
তবু স্বপ্ন দেখে কাঁদে বারবার।

ওরা স্বপ্ন দেখে পাঁজি পুঁথির বাইরে
ঘুমে, বসে, দাঁড়িয়ে, পথ চলতে চলতে ।
ওরা স্বপ্ন দেখে স্বপ্ন দেখার জন্যে
জেগে উঠতেই জীবন যুদ্ধে মাতে ।
স্বপ্নগুলো তখন ভীষণ ভয়ঙ্কর ।

কেউ স্বপ্ন দেখে তীর্থে ঘুরতে যাবার
কেউ পাহাড়, কেউবা সমুদ্রেতে
কেউ বালির মধ্যে শুয়ে থেকেই
              চায় সূর্যাস্ত দেখে।
কেউ স্বপ্ন দেখে অনেক বড় হবে
পরীক্ষাতে প্রথম হতে চায়
কেউ গোলাপ হাতে ইতস্তত হাঁটে
মনের কথা কখন বলা যায়।

কেউ স্বপ্ন দেখে বিদেশ পাড়ি দেবে
কারো স্বপ্ন গাড়ি, বাড়ি হোক
কেউ ডাস্টবিনে খাবার খুঁজে পেলেই
মনে ভাবে রাজপ্রাসাদের সুখ ।

কেউ গায়ে দামি সব সুগন্ধি তেল মাখে
কারো সুগন্ধি তার শিক্ষা, জ্ঞান
কেউ শক্ত হাতে টাকার পাহাড় গড়ে
কারো স্বপ্ন উজাড় করা দান।
কেউ গাদাগাদা গদি তৈরি করে
কেউ গদির জন্য লড়াই করে খুব।
কেউ নিজের স্বার্থে নরবলি চড়ায়
কারো আবার বলি হতেই সুখ !




Comments