কালবৈশাখী

বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে
    সৃষ্টি হলো প্রাণ,
প্রাণের সুখে প্রাণবতীর
ইমন রাগে তান।

গাছের কানে ঝুমকো দুল
পাতায় সবুজ ঝিলিক
রঙ্গনা আর কৃষ্ণচূঁড়ার
বাসর সাজার হিড়িক ।

রঙ্গবতীর আসর ফাঁকা
লকডাউনের ভীড়
উনুন জ্বলে উষ্ণ আঁচে
পিত্তরসের ক্ষীর ।

ক্ষীরের পায়েস, রসকদম্ব
হা পিত্যেশের ভাড়ার
কাল কেউটে শহর জুড়ে
নিভলো মলের বাহার ।

মল বন্ধ, হল বন্ধ
সদর দোরে খিল
বিবেক, বুদ্ধি চিলেকোঠায়
গলায় ঘুমের পিল ।

শান্ত দ্বীপে মন্দ হাওয়া
কালবৈশাখী ঝড়
কোন অভাগা কোল হারায়,
কেউ হারালো বর ।

ঘুমপাড়ানি মাসীপিসী
ঘুম এনে দাও চোখে
এমন কিছু দাওয়াই দাও
মৃত্যু মিছিল রোখে ।

বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে
বড়াইল পাহাড় ঘিরে
বৃষ্টি ঝরে দুচোখ জুড়ে
চোখের পাতা চিরে ।

Comments