নতুন বছর

নতুন বছর, এলেই যদি আবার,
মনে করে আঁচল ভরে,
                বেলি, বকুল এনো,
আমার দেখা পৃথিবীতে
             ভালবাসার গন্ধ ছড়াতে চাই।
সবুজ এনো, সুবাস এনো, এনো কিন্তু,
          মেঘের মুখে হাসি এনো,
এলেই যদি ফিরে আবার বৃষ্টি এনো -- 
সৃষ্টিতে আর প্রাণের স্পর্শ নাই ।।

নতুন বছর আমার জন্যে
          কাজের সন্ধান চাই --
কারখানা বা কলের কাজ, দোকানদারি
নিদেন পক্ষে ফেরি --
একটা কিছু হলেই হলো
জীবনটা তো ভীষণ কঠিন
মিথ্যে ওসব দেখনদারি,
দেখো -- দিনের শেষে ঘরে ফিরে
        যেন -- ভাত দুমুঠো পাই ।
নতুন বছর আমার জন্যে
         কাজের সন্ধান চাই ।

নতুন বছর রোগ দিও না, শোক দিও না,
                     অট্টালিকা বাড়ি,
নাইবা দিলাম বিমান চড়ে
             সুদূর বিদেশ পাড়ি ।
পাশের ঘরে যেতে দিও
         হাসি দিও, বন্ধু দিও
সুখে, দুঃখে পাশে দাঁড়াই
এমন একটা মন দিও
স্বপ্ন দিও সত্যি যেন হয় ।
ভোটপাখিরা মিথ্যে বলে, সত্যি না,
দাঙ্গা বাঁধিয়ে হিংসা ছড়ায়
ওদের কথা একটুখানি ভেবো ।
নতুন বছর, এলেই যদি ফিরে
মানুষগুলোর মধ্যে এবার
                   হুঁশ ফিরিয়ে দাও,
নতুন বছর -- দোহাই তোমার
      ওদের মনে একটিবার --- ।

Comments