তুমি কি কেবল‌ই ছবি

একটা অদ্ভুত সুন্দর ছবি দেখালে বন্ধু । একটি পুরুষ, তার হাত ডানার মতো । মাথাটা কাঁটাতারের বেষ্টনীতে আবদ্ধ, যার উপর বসে আছে কিছু হলুদ পাখি। আহা, আজকের দিনে আমজনতাকে বোঝাতে এরচেয়ে ভালো ছবি হয়না। 
এখানে পুরুষ, সমস্ত আমজনতার প্রতীক, যার আভরণহীন দেহ নিরপেক্ষ মনের পরিচয়। গায়ে জামা চাপিয়ে দেওয়া মাত্র‌ই তার রঙ হয়ে যায় লাল, গেরুয়া, সবুজ। হাত ডানার মতো, উড়তে চায় সে। প্রতিটি মানুষ‌ই স্বপ্ন দেখে, কল্পনায় তার এক সুন্দর পৃথিবী, যেখানে সে ডানায় ভর দিয়ে প্রতিনিয়ত উড়ে যেতে চায়। এই ডানা দেহ নয় মনকে উড়িয়ে নেয় সুন্দরের দিকে। কিন্তু পারিপার্শিক পরিস্থিতি বিপরীত, তার মাথাকে বেঁধে রেখেছে বেষ্টনীতে। তার ইন্দ্রিয় সব গন্ডীতে আবদ্ধ। সে দেখতে পায় তবে মুক্তির পর নয়, সমুদ্রের ঢেউএর মতো কানে বাজে আনন্দ আর দুঃখের গর্জন, কিন্তু মুক্তির মন্ত্র সে শুনতে পায় না। জিহ্বায় টক, ঝাল, মিষ্টির অনুভূতি আছে, স্বাধীনতার স্বাদ এখনো অজানা। সে গন্ধ শুঁকে বলে দিতে পারে বিভিন্ন ফুলের নাম, বিপদের গন্ধ বুঝতে পারে না। বলিষ্ঠ শরীর তার কর্মক্ষমতার প্রতীক, কিন্তু সমাজ তার বুদ্ধি, মেধা, ভাবনা, শিক্ষায় একটা কঠিন সীমা টেনে দিয়েছে। আকাশের হলুদ পাখিরা তাকে ডাকে ক্রমাগত, কিন্তু তার দৃষ্টি প্রাণহীন। তার ত্বক সচেতন বাহ্যিক কারণে, শত অত্যাচার, বঞ্চনায় কোন হেলদোল নেই। সে চিৎকার করতে জানে না,জানে না রুখে দাঁড়াতে । কারণ ? কারণ, সে থাকে হীরক রাজার দেশে।

Comments