সত্যি সেলুকাস

হে কালের পথযাত্রী
        তোমার আলোর মশাল
আরো, আরো অনেক উচুঁতে তুলে ধরো।
অন্ধকার পিচ্ছিল পথে
যারা প্রায় অন্ধের মতো
              পিছু নিয়েছে তোমার --
তোমার শক্ত হাতে মশালের আলো
 পৌঁছে দাও সেই ব্যক্তিটি অবধি
যে ক্ষুধার্ত, শোকার্ত আর রোগগ্রস্ত ।

দেশ আর দশের এখন ভীষণ বিপদ ।
প্রকৃতি যখন শাপগ্রস্ত পৃথিবীকে
     শায়েস্তা করছে কঠিন হাতে,
জীবনদায়ী ভ্যাকসিন নিয়ে তখন‌ই
         রাজনীতি তুঙ্গে।
কিছু সিদ্ধান্তের ব্যাখ্যা চাওয়া বৃথা ।

প্রচন্ড দাবদাহ, বাতাসে বিষাক্ত ভাইরাস
      আপনজনের শব নিয়ে
শেষবারের মতো সারিবদ্ধ শবেরা ।
চন্ডালের কঠিন কন্ঠ, আর 
             শোকাতুরের কান্না ছাপিয়ে
টাকার খেলা চলছে বৃহত্তম স্টেডিয়ামে।
মাঝে মাঝে অবাক লাগে
' সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ !'


Comments