ঠুঁটো জগন্নাথ

চারদিকে এত মৃত্যু, আর মৃত্যু
 মিতা, শঙ্খ থেকে জয়িতা, সুচন্দ্রা --
শুধু মৃত্যুর মিছিল,
প্রতিদিন আতঙ্কে তরঙ্গ তুলে
                        নতুন সংযোজন ।

খবরের কাগজ -- 
        টিভি -- মোবাইলের পর্দায় 
একটার পর একটা মৃত্যু সংবাদ
সমস্ত শুভেচ্ছা আর শুভ আকাঙ্খাকে
দুমড়ে মুচড়ে মৃত্যু আসে 
                               তুফানের গতিতে,
         আসে দুঃসংবাদ -- অনাহুতের মতো।
যত‌ই কান চেপে বসি না কেন,
খবর তবুও আসে বাতাসে ভেসে।
বুকের কষ্ট, হাড় ভাঙ্গতে চায়
                    প্রচন্ড আক্রোশে ।
চারিদিকে কান্না, আর্তনাদের চোরাস্রোত
সময় সময় বুঝে চুড়ান্ত প্রতিকুল --
এবার সত্যি সত্যি মনে প্রাণে 
                              বধির হতে চাই।

অবাক পৃথিবীতে আজকাল মুখোশের জমানা 
                মুখোশ মুখে মুখে।
যাদের এতদিন আড়ালে ছিল মুখ,
      মুখে মুখোশ টানতেই
ভেতরের মুখোশগুলো খুলতে শুরু
                     একটাও পর একটা ।
কাছের লোকগুলো অচেনা
       যেন এতদিন শুধু চাটুকার ছিল সবাই !
সময় আসতেই ভয় আর দিশাহীন আতঙ্কে
পলেস্তারহীন জীর্ণ দেওয়াল
নখ, দাঁত দেখিয়ে ভয় দেখাচ্ছে ক্রমাগত।
 বিপর্যস্ত মানবিকতা নিয়ে
       বিবর্তনের পথে অসুস্থ পৃথিবী !

এখন সময় সন্ধ্যারাত্রি ।
            মানুষের মানসিকতাতেও ।
কাজের লোককে আসতে দেয় না বাড়িতে,
            জল চল প্রায় বন্ধ ।
শুকনো দরদ ঝরে নিরাপদ দূরত্বে থেকে,
আর যারা --
সাহায্যের হাত বাড়িয়ে দেয়
                      জীবনের ঝুঁকি নিয়ে
হেনস্থা হয় তারাই -- প্রতিদিন, প্রতিনিয়ত ।
এই যাঃ --
তোমাকেই বা বলছি কেন বোকার মতো ,
সত্যি পারি না !
তুমিও তো আমার‌ই মতো ঠুঁটো জগন্নাথ !


Comments