নিগেটিভ


সকাল থেকেই এত এত ফোন
ওয়াটস‌আপ, ম্যাসেঞ্জারে শুভেচ্ছা অগুন্তি ;
তবু কোথায় যেন কিসের অভাব বোধ --
এত ভালোর মধ্যে থেকেও
                      মন ভালো নেই ।

সকাল বেলায় শুয়ে আছি, বিছানায় --
আমার উনি ঝাঁপিয়ে পড়ে বুকে,
বললেন, "মন ভালো নেই ।"
বলি, সেকি, কী আশ্চর্য কথা !
আজ বছরের শুরু, 
       এমন দিনে ওমন করে না,
মনের থেকে সরিয়ে যত আবর্জনা
ওই শোন ওই ঢাকের বাদ্যি শুরু।

নতুন বছর, নতুন বছর
       ‌ ‌নতুন করে শুরু
পিঠে হলো, মিষ্টি হলো, ঘরে পাতা দ‌ই ।
চায়ের সাথে চিনি ছিল,
প্রাতঃরাশে পায়েস ফুলকো লুচি --
পাঁঠার মাংস তেরোশো টাকা,
বারীন এসে তাও, দিল কিলো দুই ।
চিংড়ি এসেছে, সাথে আড় মাছ
কোন কিছুর অভাব কোথাও নেই ।
তবু কোথায় যেন অভাব থেকে যায়,
মনের মধ্যে মনে মনে ডুকড়ে ওঠে কেউ ।

হঠাৎ এলো আরো একটা ফোন --
জ্বলে উঠলো আলো,
আড়াল থেকে কে যেন তক্ষুনি
          সেতারে দিল টান --
বেহাগ ছেড়ে এখন বসন্ত বাহার।
কী আনন্দ ! কী আনন্দ !
আকাশে বাতাসে আনন্দ জয়গান ।
এতদিনে নজরে এলো ছাদে
টব জুড়ে শুধুই ডায়ান্থাস ।
উচ্চস্বরে আমার উনি কে ডাকি,
" শুনছো, তোমার মেয়ে ফোন করেছে গো,
টেস্ট করিয়েছে, নিগেটিভ,
    কাল ফিরছে বাড়ি ।"


Comments