ভক্তি

ইদানিং ভক্তিটা বেড়েছে যথেষ্ট
                সাথে হিংসাটাও,
কীর্তন আর আজানের বহরে
ভাব আর ভক্তির ছড়াছড়ি।
ধর্ম এখন ধর্মতলায় হকার --
কে যে কখন কার জন্যে চেঁচায়
                    বলা দুষ্কর।

সোনা দীঘির ঘাটে ঘাটে
জাল হাতে নেমে পড়েছে লোক,
একেক জনের একেক রকমের জাল
কারো রুই কাতলা শোল বোয়াল চাই, 
কারো আবার " মকাপুঁটি" তে 
                  ওজন বাড়ানোতে ঝোঁক ।
আসলে দলে দলে নীতির ফারাক বিস্তর,
তাই জালগুলিও তেমনি ভাবেই গড়া।

চারিদিকে হট্টগোল, 
প্রাপ্তি আর অপ্রাপ্তিতে দীর্ঘ বিকার,
তার‌ই মধ্যে একটি "কম লাল"
   " ফিকে লাল" কে ডেকে বলছে, শোন --
সাবধান ! চোখ কান খোলা রাখিস কিন্তু,
সময়টা যে মোটেই সুবিধার নয়,
যে যার মতো ঝোল টানছে টানুক --
তোর আমার লড়াই থাকুক জারি --
একটা কথা মনে গেঁথে নিস,
সোনা দীঘির মাছ বিকছে বিকুক --
বিক্রি হয়ে দীঘি যেন হাতছাড়া না হয় !
সেদিন কিন্তু আমার সাথে
                           তুইও সাদা ছাই।

কথাটা তুই মনে রাখিস লক্ষী সোনা ভাই !


Comments