সবুজ


তোমাকে খুব মিস করি, সবুজ।
গাছের পাতায়, ধানের শীষে,
ইট কাঠ কংক্রিটের ফাঁকে
কিংবা ঘাস দুর্বার গায়।
তোমাকে মিস করি ঘরের দেওয়ালে
পাখির ডানায়, আর পাহাড়ের চূড়ায়।
তোমাকে মিস করি খুব।

এখন আর তোমাকে দেখা যায় না
               চা গাছের ডালে।
সাহেব গুলোর হুকুম তাই
কলম করে সবকটাই নেড়া।
আরো আরো অনেক মুনাফার জন্যে
মাঝে মাঝেই কাউকে না কাউকে
এমনি ভাবেই নেড়া হতে হয়।
তুমি নিশ্চয়ই অন্য গ্রহের জীব ন‌ও,
সব কিছুই বোঝ।

তোমার জন্যেই কৃষক আন্দোলন
শকুন গুলোর তেরছা চোখ
ঘাটের মরা গুলোর দিকে।
তোমার জন্যেই ঘটা করে সবুজায়ন,
অন্তরালে কেচ্ছা আর কেলেঙ্কারি ঠাসা। 
লোকে বলে --
এখন নাকি সবুজ মানেই রাসায়নিক সার।

তোমার শ্যাওলা ধরা পিচ্ছিল পথ চলতে চলতে
কিছু লোক আজকাল আঙ্গুল ফুলে কলাগাছ।
পান্নার আংটি গুলো জ্বলজ্বল করছে হাতে।
ওদের লোভ সমুদ্র সমান
              আর শক্তি আকাশ ছোঁয়া
যারা হাত জোড় করে সবসময়ে দাঁড়িয়ে সামনে
ওদের মনের রং ছাই।
মাঝে মাঝে মনে হয়, এই ভীড় ঠাসা পৃথিবীতে 
একটা সবুজ মনের লোক কোথাও কি নেই?


Comments