সেই মানুষটি

মাঝে মাঝেই উদাস লাগে মন
এত লোকের বসার আসন পাতা
আমার জন্যে একটি চেয়ার‌ও নেই ।
মাঝে মাঝেই মন খারাপ হয়।

কাগজ আর কলম নিয়ে
আঁচড় কাটি মনে
মনের মধ্যে অজস্র পলেস্তারা
যত আঁকি ততই রক্ত ঝরে।
ওদের মতো আমিও হাসতে চাই
হাসতে গেলেই ঝাপসা হয় যে চোখ।

অনেক সখে বাগান করেছিলাম
কেলেন্ডুলা, পেনজি আর পিটুনিয়ার ঝাড়,
চোখের দেখায় মনের ক্ষুধা মিটে,
সকাল সন্ধ্যা তাই ছাদে ঘুরে বেড়াই
আমার তো আর মনের দোসর নেই
মন খুলে যে গল্প করবো বসে।
সবার জন্য সবাই বসে আছে
শুধু আমার জন্যেই সেই মানুষটি নেই।


Comments