অবান্তর যারা

তোমাকে দোষ দিই না আমি
তোমার শরীরী মন নিছকই ডোবা জল।
তুমি ভাবো ভালবাসা তৈরি করছো প্রতিদিন
ভালবাসা সাস্বত চিরন্তন, তৈরি কিছু নয়,
গাড়ি, বাড়ি বা সিনেমার টিকিটের মতো -
ইচ্ছে মতন কেনা বা বেচা যায় না।
তোমার রোজকার বাদশাহী খানায়
আমার প্রচন্ড অরুচি।
একথালা পান্তা ভাত যদি পারো দিও।

হলুদ পাখিটা তোমার মনে
এখন আর তেমন সাড়া দেয় না।
অথচ তার প্রতিটি পালকে
     আমার স্বপ্নছবি আঁকা।
তুমি ভাবো স্বপ্নগুলো
         শুকনো পাতার মতো,
ঝড়ে যাবার জন্যেই তার জন্ম।
চিরহরিৎ বৃক্ষ দেখেছো কখনো ?
সময়ের সাথে সাথে তার‌ও পাতা ঝরে।
স্বপ্ন কখনো ফুরিয়ে যায় না,
তারা অমর, মৃত্যুহীন।
শুধু সময়ের ভারে যা অবান্তর জীবনে
দূর থেকে তারা শুধু জোনাকির মতো জ্বলে।


Comments