দাঙ্গা

আরো একটা দাঙ্গা চাই।
আরো একটা দাঙ্গা হোক
সদর রাস্তায়, তেমাথার মোড়ে,
অলিতে, গলিতে, অলিন্দে,
প্রতিটি কোঠায় কোঠায়।
আরো একটা দাঙ্গা হোক জবরদস্ত।

একটা দাঙ্গার ভীষণ প্রয়োজন 
ঘর, দুয়ার, দরজা ভেঙ্গে,
দোকান, গুদাম লুট --
অর্থ থেকে আসবাব, 
সোনা, দানা, টিভি, ফ্রীজ,সেলফোন
নারী শরীর, ক্ষুধার্তের অন্ন,
মধ্যবিত্তের বৈভব --
চলুক লুটতরাজ।
আগুন জ্বলুক গোটা এলাকায়।
জ্বলে পুড়ে খাক হয়ে যাক
বর্তমানের স্বপ্ন আর 
         আগামী প্রজন্মের ভবিষ্যত।
একটা দাঙ্গা লাগুক এবার।

শুধু একটা ভয়ংকর দাঙ্গা 
       দেখবো তাই
কতরাত চোখে ঘুম আসেনা !
হাতের প্রতিটি আঙ্গুলে নখগুলো
নিশপিশ করে হামলে পড়ার জন্যে।
মনে তীব্র বাসনা, আকুতি
একটা দাঙ্গা লাগুক আবার।
একটা দাঙ্গা হোক মনের সাথে মনে,
হিন্দু আর মুসলমানে
বৌদ্ধ খ্রীষ্টান, সিয়া সুন্নি 
                      বা ইহুদী পার্শীতে।
দাঙ্গা লাগুক বাঙালি অসমীয়ায়
খাসি আর নেপালীতে, কুকি মনিপুরী
কিংবা দ্রাবিড়ের সাথে সিংহলীদের ।
আহা, কী আনন্দ ! কী আনন্দ !
আরো একটা দাঙ্গা লাগুক ভাই।

হে ঈশ্বর, একটা শক্ত দাঙ্গা বাঁধিয়ে দাও
ধনুক আর তরবারিতে
দা, কোদাল, কৃপাণ আর ভোজালির,
দাঙ্গা বাঁধাও কাস্তে আর হাতুড়িতে
ঘাস আর ফুলে, পদ্মের সাথে গোলাপের,
বাঘ আর হাতিতে, ঘড়ি আর চশমায়
দাঙ্গা লাগুক আরো একবার।

দাঙ্গা লাগুক দাঙ্গা --
সপ্তাহ, মাস কিংবা বছর জুড়ে
শহর গ্রাম গঞ্জে, মনে মস্তিষ্কে,
দাঙ্গা লাগুক অহরহ।
জনজীবন সহ উন্নয়নের চাকা
  অনন্ত খাদে নিক আশ্রয় 
এমন‌ই একটা দাঙ্গা লাগুক এবার।
বুদ্ধিতে বধিরতা আসুক, চিন্তায় ঈর্ষা,
দাঙ্গা হোক প্রত্যেকের নেশা আর পেশা !
দাঙ্গা হোক !

আর এই বিভৎস, পৈশাচিক দাঙ্গায়
রক্ত, পুঁজ আর পোড়া মাংসের নিচে
চাপা থাক আমার বিভিন্ন 'কারনামা' ।

Comments