শ্মশান

শ্মশানকে খুঁজতে গেছি
অলিতে গলিতে, মাঠে ঘাটে প্রান্তে,
শুনেছি ওখানেই শহরের দিনলিপি লিখা,
পাতি পাতি খুঁজে শেষ প্রান্তে এসে
থমকে দাঁড়িয়ে ভাবি কোথায় শ্মশান ?
শ্মশান সামনে এসে, বলে হেসে হেসে,
আমাকে পাও না বুঝি ? হে ভগবান !

সামনেই বিশাল মাঠে, ধান কাটা শেষ,
দূর অতি দূরে জঙ্গলে করাতের দৌরাত্ম,
একটা চাপা আর্তনাদ সমস্ত সবুজে,
কান ছুঁয়ে মগজে যায় অসহ্য যন্ত্রণা
চোখ বুজে দেখি বিবর্ণ বিষ্ময়ে --
দু'চোখ জুড়ে শুধু "সবুজের শ্মশান"।
এখানেই সাদা রক্তে জঙ্গলের শিলালিপি লিখা।

একটি মেয়েকে ভালবেসে ছিলাম,
আমার জীবনে সে একমাত্র বসন্ত,
নির্জনে পাশে বসা, একসাথে পথচলা,
স্বপ্ন আর সাহসে মেঘে ভেসে ছিলাম।
একদিন এক অজ্ঞাত কোন কারণে
হাত ধরে চলে গেছে অন্য পুরুষের --
দাঁড়িয়ে থেকে শুধু চেয়ে দেখেছিলাম।
এক বুক শুন্যতা নিয়ে জ্বলছিল চিতা
নীরবে নিভৃতে বৃষ্টি ভেজা চোখ --
ওটাও শ্মশান ছিল, ভালবাসা আর স্বপ্নের।
শ্মশানের নিস্তব্ধতা ভেঙ্গে শ্মশান বলেছিল
"আমাকে খুঁজছো তুমি ? ঠিকানা কি নেই?
আমিতো আছি সব হৃদয়েই।"




Comments