বসন্ত

আমার মনটা খোলা আকাশের মতো
কখনো ঝা- চকচকে, কখনো মেঘাচ্ছন্ন।
কখনো শুকনো সাদামাটা --
কোন চমক নেইকো ,
সকাল থেকেই টেনে টেনে রাত্রি
একঘেয়ে গড়িয়ে যাওয়া জীবন
স্বাদ, গন্ধ, বর্ণহীন।

আবার কখনো সেই মনেতেই
                   টুপটাপ বৃষ্টি
মেঘলা আকাশ, অদ্ভুত অনুভূতি
সব হারিয়েও ভাললাগার আবেশে
মন চুরি নিয়ে লুকোচুরি খেলা।
দূরে কোন এক ব্যালকনীতে
তুমি তখন ফুলের পরিচর্যায়।
তোমার মনে তো মেঘ নেই
তাই ঠোঁটে শরতের হাসি।
তোমার কুন্তলে বিন্দু বিন্দু জলকণা।
সদ্যস্নাত শরীরে ফুলের পবিত্রতা।
প্রজাপতির দোষ কোথায় ?
নতুন সংসারে পদ্ম আর গোলাপের বাহার।

কখনো খুব ইচ্ছে হয় কাছে পেতে
জড়িয়ে ধরে তোমার কোমল অঙ্গে
                    চুমু এঁকে দিই ।
ওটা শীত, পোষা বিড়ালের মত
শুধু আদর খেতে চায়।
তারপর একদিন আবারো একঘেয়েমি
জোয়ারের শেষে আসে ভাটার টান,
চুলে শুভ্রতা আনে কপালে কুঞ্চন।
হেমন্তের পাতা ঝরা জীবন।

তবু শান্তি সব কাজের শেষে
যখন শয্যায় শুয়ে দিনের সমস্ত অতৃপ্তি
তুড়ি মেরে উড়িয়ে দিই, স্বপ্নে ভাসি,
না পাওয়া চাওয়াগুলো নিমেষে এসে
মন ছুঁয়ে যায়।
কত ক্লান্তির ইতি টেনে আসে আনন্দ
সে আমার প্রিয় বসন্ত।



Comments