মা

#ইভেন্ট - ভাবনার স্ফূরণ
# শিরোনাম - মা
# কলমে - সুপ্রদীপ দত্তরায়

তোমাকে আবারো দেখলাম ' হৃদমাঝারে" তে। ছোট্ট ফটো, ততোধিক ছোট্ট মোবাইলে, কিন্তু তাতেও চোখ আটকে যায়। তোমার সদ্যস্নাত মেদহীন শরীর, সমাজের ক্লেদ ধুয়ে সূর্যের মুখোমুখি।বেশ অর্ধেক শাড়ি শুকিয়ে গেছে কখন, তোমার জীবনটাও। যে অংশে নিজেকে আবৃত করে রেখেছো, আমাদের চোখ যে সেখানেই আটকে। বাকি অংশে আমরা দৃষ্টিহীন, সমাজে তাইতো চরম অরাজকতা। অভাব তোমার নিত্যসঙ্গী কিন্তু তোমার কাঁধে চড়ে তোমাকে কুব্জ করতে পারে নি। তোমার শিড়দাঁড়া শক্ত অনন্তকাল থেকে। তুমি তো নারী, মাটির চেয়ে নরম আর বজ্রের চেয়ে কঠিন। তোমার চাহনিতে এত কাঠিন্য কেন ? সুরক্ষিত যারা, তোমাকে সমাজের বাইরে ঠেলে দিয়েছে নিজেদের গন্ডিতে আবদ্ধ করে, তুমি তো তাদের মতো ন‌ও যে। তোমার হারাবার কিছু নেই। তুমি মুক্ত, তাই বিশাল মাঠে একা দাঁড়িয়েও তুমি অকুতোভয়। তোমাকে চিনতে আমার ভুল হয়না মা, তুমিই যে কৃষক, শ্রমিক আর মেহনতি মানুষের ঘরনী, আমার মা, ভারতবর্ষ।

Comments