সুখ

সুখ বস্তুটি পাখির ঠোঁটে খাবার- কণা মাত্র,
তোমাকে ঠুকে ঠুকে, একটু একটু করে
খেতে হবে, পাখির জঠর নিয়ে,
একথালা গরম ভাতে একফোঁটা আচারের মতো।
তাতে পেট ভরুক বা নাই, নিয়ম এটাই।
ক্ষুধার্ত নাড়ীতে একমুঠো খাবারে
ক্ষুধা যে দ্বিগুণ জ্বলে উঠে,
অবুঝ মন বুঝতে চায় না কিছুতেই।

এই যে প্রেম, প্রশংসা, সাফল্য, খ্যাতি,
সবটাই মুহূর্তের জন্য, ক্ষণিকের অতিথি।
বুদবুদের মতো আনন্দ ছড়িয়ে
অন্ধকারে হারিয়ে যায় রাতের গভীরে--
খুঁজে পাওয়া দুষ্কর।
কিন্তু ততক্ষণে বুঁদ হয়ে গেছে মন,
আফিং আর ব্রাউনসুগারের নেশা
একটা উত্তেজনা তৈরি করে শরীরে, 
আরো এক ধাপ এগিয়ে যেতে চায়, 
কিন্তু সম্ভব নয়।
কারণ নেশা ততক্ষণে ফিকে হতে শুরু-
মানুষখেকো বাঘের মতো তখন বারবার
ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে হবে তোমার,
আরো পেতে, আরো, আরো, আরো --
নেশা তখন পকেটবন্দি করেছে তোমাকে
এই জীবনে আর মুক্তি নেই।

আসলে প্রত্যেকটি শিশুর উচিত
যদি বেঁচে থাকতে হয়, জন্মের পরমুহূর্তেই
নিজের হাতে নিজের টুঁটি টিপে ধরা।
তাহলে বেঁচে গেলেও যেতে পারে।




     

Comments