তুমি এলেই

তুমি এলেই বুকটা কেঁপে ওঠে।
প্রতি মুহুর্তেই আতঙ্কেতে থাকি।
একটা অজানা ভয়
                         কখন কী হয়।
তুমি এলেই কেমন যেন
              সব কিছু উলোট পালট হয়ে যায়।

তুমি এলেই বিজ্ঞাপনে ছয়ালাপ
মাইকে অর্থহীন দেশাত্মবোধক সঙ্গীত
ডিজেতে চড়া সুর আর অনর্থক উল্লাস।
তুমি এলে পথে ঘাটে কানাঘুষা
পুলিশের ব্যস্ততা আর বিক্ষোভ মিছিল।

তুমি এলেই স্বার্থপরদের পৌষ মাস -
প্রতিশ্রুতি আর প্রকল্পের শিলান্যাস ।
আমার মতো যারা ঘর পোড়া গরু
তাদের জন্য শুধু দীর্ঘশ্বাস।

তুমি এলে গাজনের নাচ হয়
                  মহরমের তাজিয়া।
বাউলের মেলা, সর্বত্যাগীর ভীড়।
তুমি এলে মরশুমী পাখিরা আসে।
তুমি এলে আকাশে টাকা ওড়ে
                    আর চোখে সর্ষে ফুল।
তুমি এলে তবেই।

তুমি এলে কোলাকোলিতেও
                     অনেক দলাদলি,
দলগুলোর ভীষণ বিপদ তখন।
তুমি এলে রক্তচাপ বাড়ে।
আবার সময়ে অসময়ে রক্তগঙ্গাও বয়।
তুমি এলেই স্বপ্ন দেখা --
                    মিথ্যে আস্ফালন,
তুমি এলেই বিবেক বুদ্ধির
                    অতল বিসর্জন।
তুমি এলে বলেই।

Comments