আরশীকথা

কথার পিঠে কথা বলতে গিয়ে
কখন যেন কথা, 
গভীর থেকে গভীরতর হয়।
হাত পা হীন ধ্বনি তরঙ্গগুলো
মন থেকে মন ছুঁয়ে বৃত্ত তৈরি করে।
কেউ ভাবেন কথা হারিয়ে যায় --
কথা হারায় না, মুক্তোর মতো 
জমা হয় মনের অতলে।

স্বপ্নগুলোর বহুরূপী রূপ
তবু স্বপ্ন দেখার স্বপ্ন কাটে না।
খিরকীতে শুক্লা চতুর্দশীর চাঁদ দেখে
হতাশার কুঁয়াশায় ডুবে যাওয়া মন --
ভাবি স্বপ্ন সব বৃন্তচ্যুত বুঝি।
স্বপ্ন আমার যত্নে রাখা মানিক
ভাব বুঝে মন আদর বুলায় তাতে।

ভালবাসা আমার কাছে আরশীকথা যেন
আরশী ভেদে তার‌ও ভিন্নরূপ
জীবন দোলায় কিছুই হারায় না।
সামনে এসে দাঁড়াই যখন তার
আরশী আমার মনের কথা বোঝে।

সুপ্রদীপ দত্তরায়

সাপ্তাহিক বার্তালিপি ৩০ ডিসেম্বরের সংখ্যায় প্রকাশিত

Comments