ফারাক

তোমার আর আমার মধ্যে
অনেকগুলো সিঁড়ি,
আদ্যিকাল থেকেই শ্যাওলা মাখা,
পিচ্ছিল আর ভয়ঙ্কর বিপদজনক।
তোমার আর আমার মধ্যে
একটা ছাদের ব্যবধান।

তোমার আর আমার বাড়ি
পাশাপাশি হলেও অনেকটাই আলাদা
একটা পাঁচিল সদর্পে দাঁড়িয়ে
ঠিক মাঝ বরাবর --
চাইলেই টপকানো যায় না,
এক বুক সাহসের ভীষণ প্রয়োজন।
তোমার ঘর থেকে রোদ আর ছায়ারা
রোজ ঘুরে ফিরে আমার আব্রুর ফাঁকে
অনেকটাই দাদাগিরির মতো।
নির্জনতায় আমাকে বেআব্রু করে 
              ‌‌ বারবার।
তোমার চোখে ভালবাসার
                            ফুল ফুটতে পারে -
সমাজের চোখে আমাদের মধ্যে
                      আকাশ পাতাল ফারাক।
আমার যৌবন তোমার রাত জাগা যুদ্ধ
আমার শরীর তোমার ক্ষুধার খাবার
তবু তোমার আর আমার মধ্যে
                         এক সমুদ্র ফারাক
তুমি সেই সম্প্রদায় আর আমরা অভাজন।

Comments