আরশীকথা

সময়টা মোটেই সুখকর নয়
পিঠে পিঠ ঠেকে লড়াই চলছে
ঘরের মধ্যে অনেকগুলো ঘর
বাড়ির মধ্যে অসংখ্য দালান বাড়ি।
মনের মধ্যেই বহু লোকের বসতি
নিজেকে প্রায়‌ই হারিয়ে ফেলি জন সমুদ্রেতে ।
লোকে আমাকে ভুল বোঝে ভীষণ
সকাল থেকে মধ্যরাতের ভীড়ে
আমি কিন্তু সত্যি সত্যিই একা।

শুনেছি পথের মধ্যেই পথের জন্ম হয়
মাথার মধ্যে মাথাচাড়া দেয় চিন্তা
পায়ে পা ঠেকিয়ে সমস্যা যারা, সামনে এগিয়ে এসে
চোখে চোখ রেখে শুধু ভয় দেখাতে চায়।
আজকাল, বড় অসহায় মনে হয় নিজেকে।

হাত বাড়িয়ে ছিলাম অসংখ্য হাতের সাথে
হাতে হাত ধরে বেঁচে ওঠার জন্য
চোরাবালির সৈকতে বিপদের মিছিল --
স্বপ্নগুলো হাতছাড়া হয় কালো হাতের হাতছানিতে ।
হাত পাগুলো শূন্যে শুন্যে ছুঁড়ছি শুধু
আসলে আষ্টেপিষ্ঠে বাঁধা আমার হাত পা জোড়া 
                  অদৃশ্য ভয় আর শঙ্কায় ।
তত্বকথা আলমারিতে আমসত্বের মতো
মাঝে মাঝেই স্বাদ নিতে মন্দ লাগে না
ভরা পেটেই বিপদ ডেকে আনা।

একটা মাকড়সা অবিশ্বাস্য ক্ষিপ্রতায়
দিন রাত জাল তৈরি করে চলেছে
ক্রমে ক্রমে ছেয়ে গেছে পুরো দেশ
মাকড়সারা সাধারণত‌ই বিষাক্ত খুব,
জন্মের পর‌ মাকেই কুঁড়ে কুঁড়ে খায়।
এখনতো মধ্যরাত, মোচ্ছবের সময়
বলির জন্যে তৈরি থেকো সবাই
আমি শুনেছি গতকাল আরশীকথায়
 তেমন কিছুই বললে।


Comments