তুমি আর এসো না

তুমি এলে একতারাটি বাজে
ডুমুর ডালে ফোঁটে গোছা গোছা ফুল
হিজল ছায়ায় পদ্মের ঝোপ
আর ময়ূরের ডানা জুড়ে
বিষাক্ত স্বপ্নের শয্যা।
তুমি এলে আকাশ থেকে মেঘ বৃষ্টি হয়।

তুমি এলে চাঁদের হাট বসে
আঙুরের রসে কাঁঠালের আঠা
একটা যাত্রীহীন ট্রেন 
                নামহীন স্টেশনে দাঁড়িয়ে
শেষবারের মতো একাকীত্বের খোঁজে।
তুমি এলে ঢাকের তালে
চৌরাস্তায় রেম্প‌ওয়াক হয়।
শুধু তুমি এলেই।

তুমি এলে ঘরের চালে 
             ‌          হাজার তারার সাথে
জোনাকিরা সবুজ প্রেমে মাতে।
প্রজাপতির ডানা দেখে টিকটিকিটা
শিকার ভুলে যায়।
যে মিছিলটা এতদিন প্রতিবাদের প্রতীক ছিল
আজ তার‌ই নাম শোভাযাত্রা।

তুমি এলে স্বপ্নগুলো শরতের মেঘের মতো
নিয়ন্ত্রণ হারিয়ে এদিক ওদিক উড়ে বেড়ায়।
তুমি এলে আমার সাজানো সংসার
তাসের ঘরের মতো হাওয়ায় ভেঙে পড়ে।
তুমি প্লিজ আর এসো না ।




Comments