ক্রীতদাস

তুমি শুধু দেখে যাও চুপচাপ টুঁশব্দটিও করো না,
কাঠের পুতুলের মতো জড় তোমার এই জন্মটা
শুধু দেখেই যেতে হবে
আওয়াজ তোলার চেষ্টা করো না শুধু শুধু।

ওই যে শিশুটি তোমার সামনে বসা
হাত পা ছুড়ে কী সুন্দর খেলছে,
তুমি তাই দেখে আনন্দ পাও খুব
একটা মমতা বোধে তোমার মনটা
মাখনের মত তুলতুলে হয়ে আছে।
আমার কিন্তু ভালো লাগছে না মোটেও
ইচ্ছে করছে কাছে গিয়ে খুব জোরে
বাচ্চাটার কানদুটো মলে দিই
যন্ত্রণায় চিৎকার করুক বাচ্চাটা
তুমি আর্তনাদ করবে তক্ষুণি
আমার কিন্তু তখন‌ই আনন্দের জন্ম হবে।
আরো এক চুমুক মদিরা নিয়ে বলবো, বন্ধুরা, চিয়ার্স !

যে পথে তোমার নিত্য যাওয়া আসা
দুপাশে তার কিছু কাঁটাগাছ লাগিয়েছি।
অন্ধকারে পথ চলতে কাঁটা বিঁধুক পায়ে
রক্তে রক্তে আলপনা হবে গোটা রাস্তায়,
আমি ছবিগুলো বাঁধিয়ে রাখবো ঘরে।
আমার বাপ ঠাকুরদার শিকারের সঙ্গে
খুব সুন্দর মানাবে ছবিগুলো, আমার বিশ্বাস।

তুমিতো জানো আমার জন্মটা একটা ভুল স্বপ্ন,
ভুল অঙ্কের কাটাকুটি খেলা
গাজনের সাজ বা মহরমের তাজিয়া
আমার জন্মটা‌ই ভুল করার জন্যে ।
আমি ভুল করবোই, এক নয় একাধিকবার
তুমি শুধু অসহায়ের মতো দেখবে আর
ভিতরে ভিতরে রাগ, দুঃখ, আক্রোশে
ছটফট করবে অসহ্য যন্ত্রণায়।
তিলে তিলে তোমার শিরা উপশিরায়
জমবে তীব্র বিষ যা ছড়িয়ে পড়বে
তোমার মনে, মস্তিষ্কে, চেতনায়।
তুমি তো নীলকন্ঠ ন‌ও , তবে ?
তোমার এই জন্মটা এভাবেই কাটাতে হবে।

আমার দিকে আঙুল তুলতে যেও না,
অনেক কাঠখড় পুড়িয়ে তবেই এখন তোমার মনিব।
একটা নতুন প্রজাতির আফিং এনেছি তোমাদের জন্য
জয়ধ্বনি দাও আমার ক্রীতদাস বৃন্দ।

Comments