তুমি বলছো সময় যেন কাটতে চায় না
সময় কি আর বসে আছে ?
ফুরিয়ে এলো প্রায় ।
যে কটা দিন হাতে আছে,
গুছিয়ে নেবার পালা
ঝুলির মধ্যে তাকিয়ে দেখি
মিথ্যে গেল দিন
আবার যদি ফিরতে হয়, সত্যি হরিবোল !
ছেলেবেলার দিনগুলো মনে পড়ে আমার
ব্যাডমিন্টনে হাত ছিল ভালো
স্কুল টুর্নামেন্টে অনেক খেলেছি
ইচ্ছে করলেই স্টেট খেলতে পারতাম
ক্যাম্পগুলোতে ভীষণ ক্যাজুয়েল
ফলে যা হয় তাই, দল থেকে বাদ
এখন ভাবি ভুল করলাম ভীষণ
সময় তো আর ফিরে আসার নয়।
চাকরি একটা করেছি বটে তেমন কিছু না
আমার সাথের কর্মীরা - একটা একটা ধাপ করে
টপকে গেল সবাই, আমি নির্বিকার।
এখন ভাবি কেন ?
চাইলেই জীবনটাকে সাজিয়ে নেওয়া যেত ।
সারাজীবন নির্লিপ্ততায় অযোগ্য সেজে
কি বার্তা ছড়িয়ে দিয়ে গেলাম।
এখন চাইলেও সেই ভুল শোধরানোর নয়।
সময় তো কেটেই যায়, থেমে থাকে কই।
ধর্ম ছিল একটা আমার জন্মসূত্রে পাওয়া
ধারণ করি, ক্ষমতা আমার তেমন ছিল না।
খেয়াল খুশি দিন কাটিয়ে এখন সন্ধ্যা হলো,
দুয়ারে দাঁড়িয়ে হিসেব করছি
কি দিয়েছি, কি পেয়েছি
রাত কাটানোর কড়ি পেলাম কই ?
ফিরে দেখায় অজস্র ভুল
অনুতাপ আর আফশোস
চোখের কোণে জল।
আবার যদি আসতে হয় সত্যি হরিবোল ।
তুমি বলছো সময় কাটে না
সময় যে ফুরিয়ে এলো এখন কি উপায় ?
Comments
Post a Comment