প্রথম উপহার

কবিতা আমার প্রথম স্বর্নাঙ্গুরী,
আমার বাসর ঘরের প্রাপ্তি।
তখন আমার বয়স কত, পনেরো ছুঁইছুঁই,
সেই সময়ে বরের দেওয়া প্রথম উপহার --
ভালবাসা আর স্বপ্নরঙা কাজ,
এখনও তেমনি আছে দুটো জায়গাতেই।

হারু মোক্তার কোর্টে যেতেন
                        চুরুট খেতেন খুব,
যদিও তাকে মানাতো না
আড়াল থেকে হাসি ঠাট্টা হতো,
হারু মোক্তার চুরুট ছাড়েন নি,
ওতেই নাকি জীবন সুধা ভরা।

কবিতাগুলোও তেমনি আমার কাছে
বাসর ঘরে বরের প্রথম উপহার,
নাইবা জুটলো স্বামী সুখ
সোহাগ - আদর, ভরা সংসার,
আমার জন্যে স্মৃতি থাক,
কপাল জুড়ে সিঁদুর থাক
এমনি ভাবেই বিদায় নিতে চাই।


Comments