মেলিসা

মেলিসা, প্রথম যেদিন তোমার নামটি শুনি
আঁতকে উঠেছিলাম । এমনটাও হয় ?
হাজার প্রশ্ন মনের মধ্যে ভীড়।
কি করে সব সম্ভব ?
অবাস্তব ভাবনায় করছিল কিলবিল।
গুগল খুঁজে অনেক দেখেছি
সেরোগেট মাদারের সঠিক বাংলা কি ?
সৎ- মা মোটেও না। গর্ভদাত্রী ?
শব্দটিও খাপ খাচ্ছে না মনে।
সব মা-ইতো গর্ভ দেন, ফারাকটা কি ?
এমনি হাজারো প্রশ্নে মাথাখানা ভরা।

আচ্ছা মেলিসা, তুমি তোমার
                 সেরোগেট মাকে চেনো ?
উনি আসেন তোমার কাছে ফিরে ?
নয় মাস যে মা আগলে রাখলেন গর্ভে,
সে মা কি তোমায় কোলে তুলে নেন ?
আদর করেন ? চুমু খান গালে ?
রাতে যখন ঘুম আসে না চোখে
মাথাটাকে তার কোলে তুলে নিয়ে
গানের সাথে লক্ষ তারা কে চিনিয়ে দেয় ?
মেলিসা, আমার খুব জানতে ইচ্ছে করে ।

আমার মা'টাও দিন দিন পাল্টে যাচ্ছে যেন ,
আগের মতো মুখশ্রীটা নেই।
গায়ে যত অলংকার ছিল, নবরত্ন,
একে একে সব গিয়েছে বিকিয়ে ।
আমি মাকে প্রশ্ন করেছিলাম,
মাগো, এমন করলে চলবে কেমন করে ?
মায়ের ঠোঁটে নীরব ছিল মলিন হাসিটি ।
আসলে সব ছেলে তো সমান হয় না জানো,
বড় যারা তাদের বিচার বুদ্ধি বেশি,
আমি তো আর কর্তাব্যক্তি ন‌ই !
মায়ের জন্য কষ্ট হয় ,
আমাদেরকে বাঁচিয়ে রাখতে উনি
প্রতি বছর জন্ম দিয়ে যান ।
 নিজের সন্তান নয়,
কবেই মায়ের গর্ভটি বিক্রী হয়ে গেছে।



Comments