সহবাস

আমি তো কবিতা লিখতে চেয়েছিলাম
অবাধ্য কলম শুধু দুর্বোধ্য চলনে
শব্দের জঞ্জাল তৈরি করে গেল,
কবিতা আমায় লিখতে দিলে কোথায় ?
জীবনে জঞ্জাল চাইনি কখনো,
পৃথিবীর সমস্ত জঞ্জাল দুহাতে সরিয়ে
তোমার মন জয় করতে চেয়েছিলাম।
বলতে চেয়েছিলাম বারবার কানে কানে
ভালবাসি, ভালবাসি, বলতে পেলুম ক‌ই?

যে ছবি আঁকতে চেয়েছিলাম মনের ক্যানভাসে
তাতে একটা পাহাড় ছিল, পাহাড়ের রঙ নীল।
একটা নদী পাহড়ের বুক চিরে ক্রমাগত
চঞ্চল পায়ে ছুটে আসবে নীচে -
অনেকটা ঠিক তোমার বুকের মতো -
তবে জল থাকবে না কোথাও,
ভালবাসা তার বুকে 'শ্রাবণের ট‌ইটুম্বুর'।
একটা ঘর, যদিও মাটির, সাজানো গোছানো,
তোমার ঘরটা আমার ঘরের মধ্যে,
বুঝলে নাতো ? বুঝিয়ে দেবখন ।
সামনে জোড়া বাগান, ফুলের সমাহার,
কি নেই সেখানে, ভালবাসার সবকটা ফুল।
ছাদে থাকবে কপোত জোড়া খুনসুটিতে ব্যস্ত
দুপুর বেলা শালিক বসবে , বিকেলে ময়ূর
তোমার কোন কাজ নেই গল্প করা ছাড়া
ভালো লাগলে গান শুনবো, 
              তবে মোবাইল ফোনে নয়।
বিরক্তিকর ফোনগুলো সব ভালবাসার কাঁটা।
আমরা থাকবো সেখানে, তুমি আর আমি,
ফাঁক পেলেই সাঁতার কাটবো ওই নদীটার বুকে
ভালবাসায় ডুব সাঁতার, চিৎ সাঁতার,
আরও কত কি, শিখতে হবে তো !
ভয় পেয়ো না, আমার তাড়া নেই।
এজন্মে সম্ভব নয়, আরো দুজন্ম পর
আমরা দুজন থাকবো সেই ঘরে।
ততদিনে মনে মনে পরিচয় হোক, 
হয়তোবা ভালোবাসা জমে যেতে পারে ।
          
এখন ?
এখন যা চলছে আমাদের, তুমি যাই বলো বটে,
      সেতো, অভ্যাস, দুটো শরীরের সহবাস মাত্র।    

Comments