আগুন

ভেতরের আগুনটাকে ছোট্ট কাঠির মাথায়
                চেপে রেখেছি তাই
      শিশুর খেলনা ভাবতে যেও না।
আমার একটা কাঠি, একটি লঙ্কাকাণ্ডের জন্য
                        যথেষ্ট।

মখমলের চাদর পেতে দিয়েছি,
আকাশ থেকে ফুল ছুঁড়েছি উপরে
পাপোষ ভেবে ভুল করে
                      ঘষতে যেও না পা,
পায়ের সাথে পুরো দেহটাও
                মাটিতে ঘষটে যেতে পারে --
     কথাগুলো মনে রাখার জন্যে।

যে কাজটি তুমি করছো
সেবা হলেও সেটা পরিষেবা।
বিনিময়ে কাড়িকাড়ি টাকা নিচ্ছো তো !
যদি সবটাই "গিভ এন্ড টেক" পলিসিতে
সমস্যাটা তবে চিহ্নিত হয়ে থাক।

এক শ্রেণীর লোককে নিপীড়িত করে
কেউ কেউ আনন্দে উদ্বেল হয়,
ওরা আদর করে কি নাম দিয়েছে জানি না,
শুনেছি কঠিন ভাষায় শব্দটা পৈশাচিক কয়।
ধনুকের মত মেরুদন্ডটাকে  
                           বাঁকিয়ে যে রেখেছো,
হাত ফসকে ছিলা থেকে তীর ছুটতে পারে।
সামনে তোমার প্রেয়সী দাঁড়িয়ে নয়তো ?

তোমরা ভাবছো, তোমরাই শেষ
সামনে যারা দুর্বল, কাপুরুষ।
আসলে ওরা নিরেট ভালো মানুষ, 
সহজে মুখ খুলতে চায় না।
তোমাদের ভেজাল খাবার, ভেজাল ওষুধ, 
ভেজাল আদর্শে, মাথাটা নষ্ট হয়ে আছে।
নইলে তোমাদের সস্তা রঙিন ছবিগুলো
বস্তাবন্দি করে ভারত মহাসাগরে
ছুঁড়ে ফেলে দিত, তোমাদের চোখের সামনে।
কচুটাও করতে পারতে না তখন।
এখনও সময় আছে, শুধরে নাও।

 মানুষ তুমি এখন থেকে 'মানুষ' হতে চাও।

Comments