লজ্জাবতী

লজ্জাবতী, লজ্জা নেইকো তোমার ?
ভরদুপুরে ঘুমটা খুলে বসা ?
পরপুরুষের নজর লাগতে পারে।
চোখের তারা -- এক্সরে মেশিন জোড়া
পশুর মতো অনাবৃতে লেহন করে চলেছে।
 দিনকাল আর তেমন তেমন নেই এখন, 
খবরের কাগজ পড় না বুঝি আজকাল ?

লজ্জাবতী তুমি কি জানো 
কত কঠিন ফুল-কলিদের জীবন --
তোমার মায়ের বলা উচিত ছিল,
প্রজাপতি মৌমাছিদের নিত্য আনাগোনা
তুমি ভাবছো ভালবেসে আদর করবে ওরা
ভালবাসার ডেফিনেশন পাল্টে গেছে এখন
বাজার জুড়ে ভূরি ভূরি চাইনীজ সব প্রোডাক্ট
লজ্জাবতী নিজের ভালো নিজেই বুঝে নাও।

রুবির মোড়ে গাড়ি যখন বাঁক নিয়েছিল
নির্জন রাস্তায় তখন ওদের স্বর্ণযুগ
ভাগ্যিস নীলাঞ্জনা দাঁড়িয়ে ছিল সেথায়
পায়ের মুল্যে বাঁচিয়ে দিল সেদিন
সব মোড়ে তো নীলাঞ্জনা দাঁড়িয়ে থাকে না
তখন তোমার কি করা, ভেবেছো কি তুমি?

লজ্জাবতী, ঘুমটা যদি খুলেই ফেললে তুমি
তোমার উচিত এখন থেকে গোখরা লিলি হ‌ওয়া।

Comments