বৃষ্টি এলো বৃষ্টি এলো

আজ বিকেলে হঠাৎ করেই বৃষ্টি এলো
আমি তখন ব্যস্ত ভীষণ মেয়ের কাছে
মেয়ে আমার বাইরে যাচ্ছে
                                প্রথমবারের মতো
একা থাকবে দীর্ঘদিন, থাকেনি তো,
আমি তাই ভীষণ ব্যস্ত, 
                          টুকটাক গোছগাছে।
বৃষ্টি এলো নিয়ম মেনেই
                   ঠিক বিকেলে  আমার ঘরে।
বৃষ্টি এলো।
 
বৃষ্টি এলো হঠাৎ করেই আকাশ জুড়ে
দালান বাড়ী, চটের কল শ্মশান ঘুরে
                                         বৃষ্টি এলো।
কালো আকাশ, ঘন কালো
হাওয়ায় হাওয়ায় উড়লো ধুলো
বুক কাঁপিয়ে বাতাস এলো
চপল পায়ে আকাশ গেল ঢেকে।
টুপটাপ থেকে ঝমঝমিয়ে বৃষ্টি
বুক ভাসিয়ে চোখ জুড়িয়ে
মেঘ পরীদের সৃষ্টি
                     ওই যে এলো বৃষ্টি।

গাছের ডালটি নুইয়ে মাথা
বললে এবার যাও বাড়ি যাও বৃষ্টি এলো
বৃষ্টি এলো।
 বৃষ্টি এলো শুকনো মাঠে, পুকুর ঘাটে
পাহাড় তলে, সদর দোরে, বৃষ্টি এলো,
গঞ্জে যারা গেছিল সব ছাউনি তলে
                                     ‌‌    সদল বলে
শাঁওলি মেয়ের গা ভিজিয়ে বৃষ্টি এলো
                                          নাভিমূলে
পাখিরা সব আকাশ ছেড়ে গাছের ডালে
রাম অবতারের দুধের গাভী 
                   ছুটছে তখন গোয়াল পানে
          বৃষ্টি এলো বৃষ্টি এলো বৃষ্টি এলো ।

বৃষ্টি এলো     হঠাৎ করেই 
     চোখের পাতায়     মনের খাতায়
গুমড়ে ওঠা   বুকের মধ্যে
      বন্যা এলো        কপোল ভাসায়
ঘরের কোণে  মনের কোণে
বৃষ্টি এলো।
আর দুটো দিন     মেয়েটি আমার 
      বাইরে যাবে     অনেক দুরে
বৃষ্টি যেথায়   দৃষ্টি হারায়   তেমনি দুরে।
      বৃষ্টি এলো   বৃষ্টি এলো    বৃষ্টি এলো।




Comments