একটা গল্প শোনাও

একটা গল্প শোনাও


আমায় একটা ফুলের গল্প শোনাও
যে আমার বাগানবাড়ির, 
                              ব্যালকনিতে,
পর্সিলিনের ওই ফুলদানিতে
অবাক করা চোখ জুড়ানো 
                                 হাসতে পারে,
আমার সবটা নৃশংসহতা স‌ইতে পারে,
মনের যত মলিনতা মুছিয়ে দিয়ে
বলতে পারে, "আমি তোমার‌ই"
এমনি একটা ফুলের আমি
                            গল্প শুনতে চাই।

এমন একটা নদীর আমায় 
                     গল্প শোনাতে পারো ?
শীত গ্রীষ্ম বর্ষায় যার
চপল মতির সাথে চঞ্চল গতি,
যার সম্মোহনী বুক জুড়ে
জুঁই, চামেলি আর দোলনচাঁপার গন্ধ,
একঝলক দেখবে তাই
                                 হরিণী দৃষ্টিতে,
প্রতি জ্যোৎস্নায় দাঁড়িয়ে থাকে
               পাথরকুচির সেই হরিণীটা ;
এমনি একটা নদীর আমি গল্প শুনতে চাই।

পারো যদি সেই মেয়েটির 
                   কিছু গল্প আমায় শোনাও
যার আঁচল জুড়ে খুঁজে পাবো 
                            মায়ের স্নেহের গন্ধ, 
যার ওষ্ঠে থাকবে মোনালিসার নেশা
                  ঠোঁটে প্রথম বাসরের স্বাদ,
আমার সব "মন ভালো না"  ধুইয়ে দিয়ে
হাতে গোনা চুল ক'গাছায় 
                     হাত বুলিয়ে বলতে পারে,
" না, দেবদাসী ন‌ই আমি ; 
আমি তোমার জন্ম জন্মান্তরের ----"।
আমায় সেই মেয়েটির গল্প শোনাও প্লিজ।

সুপ্রদীপ দত্তরায়
 

Comments