আমি তখন সহস্র যোজন দূর

আমি তখন সহস্র যোজন দূর

কাল রাতে যে শুয়েছিল তোমার পাশে,
কার্লনের নরম গদিটায় -- ,
আদি থেকে অন্ত যার নগ্ন ছিল
খোলা জানালায় দুর থেকে একটা হলদে চাঁদ
আর কিছু কালো পাতা
তোমাদের দেখছিল অবাক বিস্ময়ে ,
দরজায় অতন্দ্র প্রহরী ছিল "ডি-ডেকর"এর পর্দা ।
তোমার প্রতিটি অভিব্যক্তিতে তাদের
কঠিন কৌতুহল ।

আলোটা নেভানো ছিল না হয়তো,
তবু আলো আর অন্ধকারের ফাঁকে
                         ‌একদল জ্যোৎস্না 
তোমার বিছানায় ছড়িয়ে ছিটিয়ে বসা, 
নিঃশব্দে, শব্দ মুখর শয্যায়।
তুমি দেখেছিলে একবার, প্রচন্ড অবহেলায়।
অবাস্তব নয় মোটেই,
তোমার নরম মন তখন অন্য সুরে বাঁধা।
পাশে যিনি শুয়ে, সমস্ত সত্তা জুড়ে তার
তুমি আর তুমি । 
আমি তখন সহস্র যোজন দূর ।

তোমাকে নাকি অদ্ভূত সুন্দর দেখাচ্ছিল তখন।
যে ঠোঁটে দেখেছিলাম আমি থরের তৃষ্ণা
সেই ঠোঁটে অন্য ত্বকের স্পর্শ, আঙুলগুলো --
 কেলি করছিল রোমে রোমে,
                          তার নরম চুলের ফাঁকে।
আমি ন‌ই , আমি তখন সহস্র যোজন দূর ;
তোমার বুকে মাথা গুঁজে শুয়ে
পরম নিশ্চিতে সে --
আমাদের একমাত্র আত্মজ ।



Comments