অন্য স্বাদ


অন্য স্বাদ

ভালো একটা ফাঁদ পেতেছিস দেখছি
রোজ সকালে একটি কবিতা চাই।
কবিতা কি তোর কেএফসির "ফ্রেন্ডশিপ ব্যাকেট"
যখন চাইলি চট করে পৌঁছে দিবে ঘরে, 
নাকি অন্যতমা বুটিক --,
ইচ্ছে মতো ডিজাইন দিয়ে বানিয়ে নিবি তুই !
তোর ইচ্ছেটা কি বল ?
পৃথিবীর সব কাজ ভুলে
কলম খুলে বসে যাই কবিতা লিখবো বলে !
হটস্টারে কারেন্ট সিরিজ, হ‌ইচ‌ই এ নতুন নতুন সিনেমা,
মনোজদার লাইভ, রূপঙ্করের গান
সবকিছু ছেড়ে আমি একটি জায়গাতে থামা
কি ? না, একটা কবিতা লিখবো তাই।
বাঃ ভালো ফাঁদ পেতেছিস তুই !

রাগ করিস না,
তুই চেয়েছিস, বাড়ুক কলরব।
কলরবে ছাপিয়ে যাক, সব হারানোর রব।
বোঝার চেষ্টা কর --
নেড়াতো, তাই নেড়ার দুঃখ বুঝি,
সব জেনেও বেলতলাতে কেমন করে ডাকি ।
তবুও তোকে অনেক ধন্যবাদ,
পাঁচ পাঁচটি দিন আমায়, ভুলিয়ে রাখার জন্য,
লক্ষ লক্ষ আক্রান্ত, মৃত্যু বিশ হাজার --,
লকডাউন, আর লকডাউনে বন্ধ বাজার হাট,
ডিপ্রেশনে চোরাবালির স্রোত
ভুলতে চেয়েও ভুলতে পারছি ক‌ই ?
তার‌ই মাঝে ছোট্ট স্বীকৃতি
এত লোকের ভীড়ে তুই আমায় ডেকে নিলি,
লকডাউনে অন্য মানের স্বাদ
তোকে অনেক অনেক ধন্যবাদ।

সুপ্রদীপ দত্তরায়

Comments