সাধ
সুনীলদার নীরাকে যেদিন প্রথম দেখি
বিপিন পালে কবিতার কোলাহলে
অন্তহীন নিস্তব্ধতায় ,
সেদিন থেকেই আমার ভীষণ সাধ
একটা নীরা চাই আমার জন্যে ।
একটা নীরা, না ঠিক সুনীলদার নীরা নয়
ওকে বুঝে ওঠা বড় কঠিন
আমার নীরা হবে সাধারণ, দু'কানেতে দুল।
চপলা নয়, ছাপোষা ঘরের মেয়ে ,
হাসবে যখন , লজ্জা পাবে ফুল।
চুল তার ঘন কালো
শুরু থেকে শেষ শুধু স্বপ্নের ঢেউ,
আমাকে ভরসা দেবে কানে কানে সে
আমিতো আছি তোমার, না থাকুক কেউ।
নীরাকে কতটুকু ভালবাসি
সঠিক উপমা জানি না ।
আকাশের সীমা আছে জানি, সাগরেরো তল,
ভালবাসা মাপকাঠিহীন, তাই সে অতল।
উদ্ভ্রান্তের মত যখন, কলম হাতে আমি
আকাশের শূন্যতায় খুঁজবো শব্দের ইন্দ্রজাল
নীরা এসে বসবে পাশে ।
ঠোটে তার শতাব্দীর তৃষ্ণা
জড়িয়ে ধরে পিছন থেকে
বলবে আমায়---
আজ তবে এখানেই হোক না ইতি।
শব্দ যেখানে ক্লান্ত, ছন্দ দিশাহারা
নীরা তুমি এসো -- নীরবে
বৃষ্টি হয়ে, সৃষ্টি হয়ে, আপন মহিমায়।
সুপ্রদীপ দত্তরায়
Comments
Post a Comment