রাতের আকাশটা বড় সুন্দর, জানেন,
অসংখ্য তারার মধ্যে একটা হলদেটে চাঁদ --
ঘুমন্ত পৃথিবীটাকে মায়াবী মনে হয়।
যদি পূর্ণিমা হয় ,
পিছনের ওই এঁদো পুকুরটা
ডাল লেকের মতো ।
জানালার খোপে খোপে, আর পর্দায় পা পিছলে
যেটুকু আলো আসে ভিতরে ,
আলেয়ার হাতছানি যেন।
কে যেন আড়াল থেকে অদ্ভুত আবেশে
আপনাকে ডেকে যায় স্বপ্নের দেশে।
ভালো লাগে খুব, তাই না ?
কেন লাগে জানেন ?
মাথার ওপরে আছে নিশ্চিত ছাদ, তাই।
যে ছাদের তলায় ঘুম আসে শান্তিতে।
যদি উড়ে যায় সেই ছাদ ? বিভৎস পরিস্থিতি,
আতংকে চিৎকার করি --
পৃথিবীটা বড় কুৎসিত তখন।
ছাদ সে "ইঁট হোক, শন কিংবা প্লাস্টিক"
ছাদ ছাদই হয়।
আপনার কষ্টটা --
আমি বুঝতে পারি কাশীদা।
Comments
Post a Comment