বাসরশয্যা

অনুজপ্রতিম Debasish Chakraborty দেবাশীষ চক্রবর্তী সায়নের অনুরোধে প্রথম কবিতা।
 নিয়ম অনুসারে কাউকে ট্যাগ করা থেকে বিরত থাকার জন্য ক্ষমাপ্রার্থী কারন কবিতা স্বতঃস্ফূর্ত হলে সুন্দরতর হয় বলেই বিশ্বাস। করি।

বাসরশয্যা

সায়াহ্নে গৃহবন্দী, নিভৃতে একা
               জীবন গোধূলি লগ্নে --
ক্ষমতা হস্তান্তরের এই বেলা পালা।
কালের অক্ষয় নিয়ম
         নাকি নিয়ম ভাঙা খেলা
                      আমি জানি না -- ,
নির্বাচন প্রহসন জেনেও,
      নিত্য নতুন শৃংখলে সাজি
                                  বিব্রত বিকর্ষণে।
বর্ণময় আকাশে এখন ধূসর আচ্ছাদন।

জীবন আমার কাছে 
                   কুমীর ভাঙ্গা খেলা,
উত্তেজনা আর স‌ইপনার সঙ্গম।
একটা একটা তারা, যেন অক্ষত স্মৃতি,
সময় ঠিকানা লিখে 
                       তার গোপন জঙ্ঘায় ।
বিবরের বিবরণ লিখে যাই বিবর্ণ বিষ্ময়ে,
বিবর্তিত বসুন্ধরার বর্ণহীন ক্যনভাসে --
আমি হলুদ পাতা।

কলরবে কলেবর পরিব্রাজক ছিল,
দেহ আর মনে এখন দুরত্ব বিশাল ;
অক্লান্ত মন খুঁজে ক্লান্ত পদক্ষেপে
                          বাসরের ঠিকানা।
শব্দে শৃঙ্গার করে কবিতার কবিতা,
জুই, চামেলি, চম্পা আর
                    রজনীগন্ধার স্টিকে --
আমি জানি সেই আমার শেষ বাসরশয্যা।

সুপ্রদীপ দত্তরায়।

Comments