ফাঁদ

ফাঁদ

পদে পদে ফাঁদ পেতে রাখা
একটু অসাবধান হও, ফেঁসে যাবে মাথা।

সামনে ঝা চকচকে যা কিছু
সবটাই তোমাকে বোকা বানানোর জন্যে,
মিথ্যেটাকেও এমনভাবে সাজানো
সত্যি মনে হবে তোমার।
বাস্তবে সবটাই মায়াবী কারসাজি।
কথায় আছে না --
" কথার আছে শতেক বাণী
যদি কথা কইতে জানি।" ব্যাপারটা তাই।

তুমি ভাবছো, তোমার জন্যই জীবন দিচ্ছে ওরা,
জানি না, তুমি কতটা চেনো ওদের,
এখনো যে তোমার ওদের চিনতে অনেক বাকি।
তোমার চোখকে ফাঁকি দিয়ে, চোখের সামনেই
সর্বস্ব লুটে নিচ্ছে তোমার --
জানতেও পারছো না তুমি, 
এতটাই চমৎকার বাহাদুরি।
তাই সাবধান ।

মানুষের আওয়াজ ভয় পায় ওরা,
স্কেনার বসানো চারদিকে,
শব্দ ব্রহ্মের টুঁটি চেপে ধরা,
চারদিকে যুদ্ধ চলছে, যুদ্ধ ---
ইলেকট্রনিক, সোশাল মিডিয়ায় যৌথ স্নায়ুযুদ্ধ।
তোমার সাথে, তোমার বিচার বুদ্ধি সাথে,
মগজটাকে রক্ষা করা কবজটাকে
ঝাঁঝরা করে কব্জা করার চেষ্টা চলছে,
অনন্তকালীন যুদ্ধ। তাই সাবধান।
একটু অসাবধান হয়েছ, ব্যস
হীরক রাজার দেশ ।

সুপ্রদীপ দত্তরায়

Comments