কেন

কেন ??

তুমি ভাবছো কবিতা কেন লিখি ?
লিখে লিখেই সময়টাকে ধরি।
তুমি ভাবছো এই সময়ে গান ?
আমি চাই যে গানের মধ্যেই 
ভাসিয়ে দিতে প্রাণ।

তুমি ভাবছো কি হয় কবিতা লিখে
আমি জানি ভাবনা হয় যে তাতে।
পড়তে পড়তে যদি চমকে ওঠো,
যদি ঘুমের মধ্যে ঘুম ভেঙ্গে যায় তোমার,
যদি অলস বেলা একটুখানি ভাবো
কবিতা আমার সত্যি তখনই জেনো।

তুমি কি ভাবো, রাঁধছে যারা, 
বাঁধছে নাকো চুল ?
সব জলে কি ঢেউ দেখা যায় ?
সব সভাতে হয় না হুলুস্থুল।
তুমি ভাবছো গাইছে যারা গান
সবাই ওরা ব্যস্ত কলতান,
এত আনন্দ কোথায় খুঁজে পায় ?
বন্ধু, ওরা যে বাঁচিয়ে রেখেছে তোমায়
তোমাকে ভুলিয়ে রাখে, সুস্থ রাখে
মরার আগে মৃত্যুটাকে আগলে রাখে তোমার।
ঘরবন্দি পৃথিবী, অনিশ্চিত ভবিষ্যৎ
হতাশাই প্রথম শত্রু সবার,
মরার আগে লক্ষ মৃত্যু ভয়।
তোমার জন্য‌ই কবিতা লিখতে হয়।
বন্ধু , তোমার জন্য গানটি গাইতে হয়।

সুপ্রদীপ দত্তরায়

Comments