কেন

কেন ???

কেন বারবার ঘর বার করি
কেন ? কি প্রয়োজন ? 
মৃত্যুকে ডেকে এনে দ্বারে
কেন, করি দর্শন। 

সবাইতো জানি আমরা
মৃত্যু খুঁজছে আমাকে,
কেন নিরর্থক নিরস্ত্র আমি
স্থান নিই মৃত্যু ব্যারাকে।

জীবনটা তো আশীর্বাদ ভাই
মিথ্যে কেন হারাই,
কবরখানায় পাথর খুঁড়ে
মিথ্যে বাসর সাজাই।

মন বাঞ্ছায় লাগাম টেনে
ঘরেই বাড়াই সুখ,
মিথ্যে কেন গলি ভাঙ্গা
আতংক আর শোক।

সুপ্রদীপ দত্তরায়
(জনৈক কবির কবিতার ভাব অনুবাদ)

Comments