হ্যালো, শুনতে পাচ্ছ


হ্যালো, এক্স পি ডি ওয়াই সি
আমি ডেল্টা তরঙ্গ বলছি
তুমি শুনতে পাচ্ছ ক্যাপ্টেন ভাস্কর
পৃথিবী থেকে খবর এসেছে
এই মুহূর্তে ওদের  ভয়ানক বিপদ
ঘূর্ণি ঝড় আর ভূকম্পনে 
প্রাণের স্পন্দন হতে পারে স্তব্ধ ।
কিছু একটা করা চাই, এই মুহূর্তে ।
এক্স পি ডি ওয়াই সি -- ওভার ।

হ্যালো, জরুরি বার্তা, জরুরি বার্তা 
আলফা টু সেন্ডার থেকে বলছি
ক্যাপ্টেন ভাস্কর, মহাকাশ কর্তা ।
হ্যালো, ডি এন এক্স টি এম আই  
সৌরজগতে শুনতে পাচ্ছো সবাই ?
আমার কিছু ইনফরমেশন চাই । এক্ষুনি ।
পৃথিবীর বিপদের মাত্রাটা কি ? 
এই মুহূর্তে কারা  বিপদগ্রস্ত, কারা ঢালছে ঘি ।
এনালাইজার সিগমা এফ কি দিচ্ছে রিপোর্ট ?
কি চাইছে ওরা ? সাময়িক রিলিফ, নাকি লাইফ সাপোর্ট ?
খবর নাও, বিষয়টি কি পৃথিবীর একান্তই ব্যক্তিগত ? 
নাকি সামগ্রিক, চাই দলগত এফোর্ট ?
চাই রিপোর্ট, তাৎক্ষণিক, 
ডি এন এক্স টি এম আই ওভার ।

হ্যালো, এক্স পি ডি ওয়াই আর
এনালাইজার সিগমা এফ রিপোর্টিং স্যার, 
শুনতে পাচ্ছো, ক্যাপ্টেন ভাস্কর 
পরিস্থিতি ভয়াবহ, সমাধান দুষ্কর ।
পৃথিবীর বিপদের উৎস দ্বিপদ জন্তু 
ওরা ভোগ করে, সঞ্চয় করে
প্রচন্ড লোভী আর স্বার্থপর প্রজাতি 
হামেশাই নিজেরা নিজেদের মাংস খেয়ে থাকে, 
সবুজ প্রাণীদের উপর আজন্ম আক্রোশ ।
ওদের ভাষায় সবুজ প্রাণীরা বৃক্ষ , 
 ইচ্ছে মত কাটে, খায়, জ্বালিয়ে দেয়
নেই কোন দুঃখ ।  প্রকৃতি ভারসাম্য হীন ।
পঁচাত্তর শতাংশ জল, তবু জলহীন ওরা
বাতাসে ভয়ানক দূষণ, শ্বাস নিতে কষ্ট 
খাদ্যের অভাব, অপচয়, অযথা নষ্ট ।
সাথে ভেজাল, সার নামে বিষ 
ঔষধে জাল, কৃত্রিম খাবার, প্লাস্টিক মিশ । ।
ওজনের মাত্রা কমছে, জলস্তর বাড়ছে 
বাতাসে উষ্ণতা তীব্র, হিমবাহ গলছে।

দাঁড়াও, দাঁড়াও এনালাইজার সিগমা এফ 
তোমার বক্তব্যে প্রচন্ড গ্যাপ ।
পৃথিবীতে অন্য প্রাণী কি আছে ? 
নাকি শুধু দ্বিপদ জন্তুর বাস ?
ক্যাপ্টেন, আমাকে বলবার দিন অবকাশ ।
ওখানে অসংখ্য প্রজাতি ।
কেউ আকাশে উড়ে, আবার কেউ স্থির, অচল;
কারো গতি জলে, কেউ জঙ্গলে সচল, 
তারা শান্ত বা হিংস্র হলেও প্রচন্ড নিরীহ 
অযথা অন্যায়ে ভীষণ অরুচি ।
দ্বিপদ উৎপাতে ওরা কোণঠাসা ,
ভীত, সন্ত্রস্ত , ভিটে ছাড়া ।
ক্রমে ক্রমে বিলুপ্ত হচ্ছে অসংখ্য প্রজাতি ।

হ্যালো, কোড ডি এম এক্স টি আর
কুল সেন্টার বিটা এক্সট্রিম হেয়ার 
পৃথিবী থেকে এসেছে সর্বশেষ খবর
তরঙ্গ ডেল্টা দিয়েছে, সিগমা এফ নির্ভর।
ওখানে ক্ষমতাতে যারা, ওরা শঠ, কুটিল, ধূর্ত
মূলতঃ লোভী, আগ্রাসন বিশ্বাসী, তাই যুদ্ধে লিপ্ত
প্রতি মুহূর্ত, শোষণ সাথে দমন নীতি,
স্বজাতির রক্তে আনে স্বাস্থ্যে উন্নতি ।
সার্বিক ভাবে ওদের রক্তে দুর্নীতি
ওখানে উন্নয়ন সম্পুর্ন স্থগিত ।
অন্ন নয়, বস্ত্র নয়, অস্ত্র এখন চাহিদা 
যুদ্ধ অবশ্যম্ভাবী, চলছে তার‌ই ভণিতা।

হ্যালো, ডি এন এক্স পি এম আই
শুনতে পাচ্ছ, মহাকাশে সবাই
আলফা টু সেন্ডার থেকে ক্যাপ্টেন ভাষ্কর
আমাদের সময় অল্প, কাজ কঠিন, খুবই দুষ্কর।
দুটো পথ খোলা, এক ধ্বংস হতে দেওয়া ,
যার প্রভাব পড়তে পারে সমস্ত মহাকাশে ।
যদি রক্তকণিকা ছিটকে আসে কোন এক গ্রহে,
তাতেই অনাসৃষ্টি । তাই দুই -- মিশন মিস্ট্রি ।

হ্যালো এক্স পি ডি ওয়াই সি
ডেল্টা তরঙ্গ বলছি, হ্যালো ? হ্যালো ?
কেউ কি শুনতে পাচ্ছ ? ক্যাপ্টেন ভাষ্কর ?
আমি কিছুই শুনতে পাচ্ছি না ।
তোমার কি কেউ আমাকে শুনতে পাচ্ছ ?
হ্যালো ? হ্যালো ? তবে কি পৃথিবীতে যুদ্ধ শুরু ?
হ্যালো ? হ্যালো ?.হেল্প ......

Comments