দুই পুরুষ

একটি মেয়ে একসাথে দুটো পুরুষকে ভালবেসেছিল
একজন তার স্বামী, আরেকজন তার স্বপ্ন ।
সমাজের কাজীরা হয়তো বিনা উপলব্ধিতেই 
ভালবাসার রঙিন ক্যানভাসে অযথা কালির আঁচড় টানবেন, 
মেয়েটির তাতে কিছু যায় আসে না ।
মেয়েটি একসাথে দুটো পুরুষকেই ভালবেসেছিল , 
একজন তার স্বপ্ন, অন্যজন মাথার উপর আকাশ ।

ভালবাসা অনেকটা প্রদীপের শিখার মতো 
যদি নিয়ন্ত্রণে থাকে, চারিদিকে কেবল স্নিগ্ধতা।
ভাললাগা আর ভালবাসাতে কতটা ফারাক থাকা উচিত 
মেয়েটি জীবন দিয়ে উপলব্ধি করেছে ।

স্বামীটি অফিস চলে গেলে, নির্জন ফ্ল্যাটে মেয়েটি একা
না ডাকলে একটা ভিখিরীও পথ ভুলে দরজাতে দেয় না ঠোকা ।
স্বপ্ন তখন মেয়েটির দুর্বলতার সুযোগ নিয়ে 
নিজের খুশিতে ইচ্ছে মতন ব্যবহার করে তাঁকে,
মেয়েটি প্রতিবাদ করতে জানে না । 
স্বপ্ন যখন বুকে মুখ রেখে পৃথিবীটা শুষে নিতে চায় 
মেয়েটি তখন অন্য জগতের বাসিন্দা 
সমস্ত শরীর জুড়ে এক  স্বপ্নীল আবেশ।
মাঝে মাঝে ভয় হয়, এত সুখ কারো নজর না লাগে ।

মেয়েটির সমস্ত একাকিত্ব জুড়ে দুটো পুরুষ 
একটি তার স্বামী, অন্যটি তাদের আত্মজ।


Comments