প্রত্যাশা


সকাল থেকেই, তোমার অপেক্ষাতে ছিলাম,
লালপেড়ে সাদা শাড়ি, ছোট্ট একটা লাল টিপ,
খোলা চুল, উন্নত বুক
চলার প্রতিপদে প্রচন্ড অবজ্ঞা ,
চারপাশকে অবহেলায় মাড়িয়ে যাওয়ার ছাপ,
সবটাই তোমার নিজস্ব ।
তবু সকাল থেকেই দাঁড়িয়ে ছিলাম ওখানে
যদি হয় ---
দূর্গা দর্শনের অজুহাতে, জীবন্ত দূর্গা দর্শন,
তোমারই অপেক্ষাতে ছিলাম ,
বহুক্ষণ ।
আর ---
সযত্নে ভীড়ের জঞ্জালে খুঁজেছিলাম তোমায়,
যেমনটি বোতল কুড়ানো শিশু
আবর্জনার স্তূপে খোঁজে বেঁচে থাকার রসদ।

ভালবাসাতে যে এত বিধি নিষেধ
ভাল না বাসলে অজানা থাকতো আমার ।
সিঁদুরের টিপ কি অপরিসীম শক্তি রাখে
মনটাকে জোর করে বন্দি করে দেবার -
তুমি তার জলন্ত উদাহরণ ।
নিষিদ্ধ ফলে আমার বরাবরই আসক্তি ।
কালের বিচারে সে আদিম প্রবৃত্তি ।
নিত্য পূজা পুতুল খেলা হয়
সত্যিকে যে অস্বীকার করে
তারে কাপুরুষ কয়।
তাই, প্রয়োজনে চৌরাস্তা মোড়ে দাঁড়িয়ে
এখনো বলতে রাজি বলিষ্ঠ গলায়
ভালবাসি, ভালবাসি, আমি ভালবাসি তোমাকে
আর বোতল কুড়ানো ওই ছোট্ট শিশুটিকে ;
কারণ, দুজনার কাছেই আমার কোন প্রত্যাশা নেই ।

Comments