নীলাভ আকাশে যত মেঘের জমায়েত
ওরা জানে এই সেই অন্তিম যাত্রা ।
অস্তিত্ব নিংড়ে দিয়ে যে বৃষ্টির সৃষ্টি
জীবনের ব্যাখ্যাতে সে নতুন মাত্রা।
মাঝে মাঝে ইচ্ছে করে, তোমার মতন
আমারো হাতে যদি তুলি রং দিতে
আমার স্বপ্ন যদি আঁকতে দিতে
হয়তো আমিও তখন, আহা হয়তো ---।
ইচ্ছে করে, ভোরের আকাশে
সূর্য যখন শেষ নিদ্রাতে মগ্ন
পাখিরা শান্ত, ব্যস্ত ঐ প্রার্থনা সঙ্গীতে
প্রকৃতি, সেতো অনন্ত যৌবনা
কিন্নরীরা নৃত্যে মাতে শাখা পল্লবীতে ।
অনন্ত আকাশের নিচে খোলা অলিন্দে
ইচ্ছে করে তখন আমার তোমার মতো সুরে
একবার আমি যদি ভৈরবীটা গাইতে পেতাম --
হয়তো তখন আমি, হয়তো --।
ভালবাসা নিয়ে যত আদিখ্যেতা হায়
কেউ ঘর বাঁধার স্বপ্ন দেখে ঘরণী সাথে,
কারো ঘর ভাঙ্গা হয় আদিম আক্রোশে ।
কারো ঘর থেকেও নেই, শরণার্থী ওরা
যে তারে পথে আনে সে নিরাপদ আশ্রয়ে ।
সামাজিক ব্যবস্থার চুড়ান্ত অব্যবস্থায়
মানুষের রক্ত শুধু রক্তগাঁথা রচে
স্বার্থের দ্বন্দ্বে জন্ম শরণার্থী শিবির ---
বিক্ষত হৃদয় তখন কবিতা প্রসবে ।
ইচ্ছে করে জন্মে জন্মে ওদের ঘরে জন্মি
ইচ্ছে করে ওদের হয়ে দুচার কথা লিখি
হয়তো তখন কারো লাগবে আঁতে,
বলবে আমায় কেউ, বেটা মিঞা কবি
আমি জানবো, এইতো আমার আসল প্রতিচ্ছবি ।
Comments
Post a Comment