একটা কলম কিংবা ---

--- কি চাই ?

--- একটা মলম।

আমার আশপাশের কিছু লোকের 

প্রচন্ড চুলকানি ।

ওরা মনের সুখে ক্রমাগত 

চুলকাতে চুলকাতে চুলকাতে ---

অবশেষে সমাজের বুকে একটা ঘা সৃষ্টি করেছে।

সে কখনো সাম্প্রদায়িক, কখনো বর্ণ ভিক্তিক,

আবার কখনো সে নাগরিকত্বের দোহাই দিয়ে 

ভন্ড সাত্বিক ।

তাই একটা মলম চাই শুধু এদের জন্য ।

--- কি চাই  ? 

--- একটা কলম ।

যার মসি হবে আমার বুকের রক্ত , 

আর ভাষা হবে প্রতিবাদ ।

এই ভীরু জীবনে কোথাও কখনো কোনদিন --

আন্দলোনে পায়ে পা রাখেনি কখনো ,

তারমানে এই নয় যে ভেতরে আমার শুধু ছাই আর ভস্ম, 

বুক চিরে দেখতে পারো দগদগে আগুন

মনে ফনির তীব্রতা ।

চোখের পাতা বন্ধ রেখেছি, ধরে রাখতে এক সমুদ্র জল।

তোমরা আমাকে কাপুরুষ ভাবছো ক্ষতি নেই, 

আমি শুধু লিখে যাবো আমার প্রতিবাদ --

কবিতার খাতায় আর ইতিহাসের পাতায় ।

একটা কলম ধার দিতে পারো ? 

Comments