আর্টিকেল ফিফটিন


একদিন তোমরা হারিয়ে যাবে
তোমাদের পচা গলা মাংস থেকে
দুর্গন্ধে রুমাল চাপা দেবে সব।
তোমাদের টুকরো টুকরো হাড়গুলো
হয়তো অস্তিত্বের সাক্ষী হবে
কোন এক কলঙ্কিত সভ‍্যতার।
যে রঙিন পালকগুলো তোমাদের মুকুটে
অক্ষয় জ‍্যোতি হয়ে জ্বলতো --
তোমরা যারা অক্লেশে হাজার হৃদয়ে
বেঁচে থাকতে পারতে সসম্মানে --
সেই তোমরাই আসনটাকে দুমড়ে মুচড়ে
ভেঙে দিচ্ছ আপন খেয়ালে , তোমরাই ।
লক্ষ্যহীন পথভ্রষ্ট সব ।

নিজেদের সংস্কারক ভাবো ?
ধর্ম বর্ণ জাতিতে বিভেদ এনে
মনুষ‍্যত্বের করো নতুন অপব‍্যাখ‍্যা ?
তোমরা জানো না, চাকা ঘুরবেই ।
যারা দলিত, এতকাল বসেছে পায়ের পাশে
চলাচল যাদের লক্ষ্মণ রেখাতে বাঁধা,
যারা অস্পৃশ্য, জল চলে নেই
ঘরের মেয়েরা যাদের শুধুই ভোগ্য
আদিম প্রবৃত্তি নিবৃত্তির উৎকৃষ্ট খাদ্য --
জন্ম জন্মান্তর তারা দলিত থাকবে
এমন কোন দাসখত কোথাও লিখা নেই ।
কারো সর্বস্ব শুষে নিয়ে কেউ
চর্বির সান্দ্রতা দীর্ঘ থেকে দীর্ঘায়িত করবে --
দীর্ঘদিন তা চলতে পারে না ।
একদিন নিয়মের অনিয়ম ঘটবেই,
একদিন সেইদিন আসবে ।
এখনো সময় আছে, শুধরে নেবার
সমতায় বিশ্বাস আনো, এ সময়ের দাবী
নয়তো তৈরি থেকো, হে রাজন্যবর্গ
গিলটিন তোমাদের অপেক্ষাতে ।

Comments