কেউ রকমারি খেতে ভালবাসে
কারো খাওয়াতেই যত কিছু কষ্ট
কারো দিন কাটে শুধু আলুভাতে,
কারো ইশারাতে কত দানা নষ্ট।
কেউ হুটহাট বেড়াতে যে ভালবাসে
ধরে নাও লিপি কিংবা পার্লি
কারো পায়ে বাঁধা দমদার শৃংখল
ইচ্ছেটা মারা গেছে আর্লি।
কারো হাসিটাই খুব খোলামেলা
কারো হাসি লোকে বলে মুচকি,
কেউ হাসি দিয়ে দুঃখটা ঢাকে
কারো হাসতেই ব্যাথা হয় কুচকি।
কেউ সব কাজে খুঁঁত ধরে বারবার
কারো সব কিছুতেই আছে সন্দেহ
কেউ ফাঁঁকি দিতে খুব ভালবাসে
কেউ কাজ করে শনি রবি বন্ধেও।
কারো দয়া দানে বড় বেশি আগ্রহ
কারো ওইটাই শুধু আজ আসে না।
কেউ দিতে নয় নিতে ভালবাসে
কারো শুভকাজে মন ঠিক বসে না।
কেউ ঘর বাঁধে ছাঁঁদনাতে মুক্তি সাথে
কেউ মুক্তির সন্ধানে সব ছেড়ে রয়
কেউ গৃহী তবু মনে মনে ত্যাগী ত্যাগী ভাব
কেউ ত্যাগী তবু বিন্দাস মসনদে বয়।
কেউ ভালবেসে খুব খুশি সুখী হতে চায়
কেউ দেবদাস তবু তাকে শুধু ভালবাসে
কারো পরকীয়া প্রেমেতেই ভিজে শুধু প্রাণ
কেউ সব বুঝে চুপচাপ মুখ টিপে হাসে।
কারো সব কিছুতেই আছে উৎসাহ
কেউ কুঁঁড়ে আর অলস যে হয়
কেউ আদতেই কৌতুহলাবিষ্ট
কারো মন যেন ছিপে গাঁথা রয়।
কেউ জেনো ভিটে মাটি কামড়ে থাকে
কারো কাজ শুধু শুধু ভিটে ছাড়া করা
কারো কাছে সব আছে তবু শরনার্থী
কারো কাজ আর্তিটা টুটি চেপে ধরা।
কারো চোখ আছে তবু সে অন্ধ
মুখ আছে, প্রতিবাদী ভাষা নেই
কারো ভাবনাটা ব্যাক্তি কেন্দ্রিক
কারো ভাবনাতে অন্যের সুখ নেই।
বিচারেতে অধিকার সবাকার
তবু বিচারেতে লোকে বলে প্রহসনে ভরা ;
তারা জয়ী যারা জোর নিয়ে চলে
যে দুর্বল শুধু তার ঘাড়ে খাড়া।
Comments
Post a Comment