যে আগুনটা জ্বালিয়েছিস বন্ধূ
ওটাকে জ্বলতে দিস।
এ আগুন ক্ষতি করে না,
ঘর পোড়ে না
শুদ্ধিকরণ মনে।
হৃদয়ে গোলাপবাগান কজন গড়ে ?
ওটাতে যত্ন নিস।
এ গোলাপ সুবাস ছড়ায়
স্বজন ভুলায়
ভালবাসায়
ঋদ্ধ করে বৃন্দজনে।
বেঁচে থাকার অনেক কাড়িকুড়ি ---
কেউবা বাঁচে সুস্থ থেকে
কেউবা শুধুই বৈভবে
কেউ বেঁচে থাকা অভিশাপ মানে
কেউ মৃত্য , তবু বেঁচে রয় মনে।
কারো জীবন দাসত্বের জন্য রে
কারো জন্ম রাজতিলক সাথে
কেউ বংশানুক্রমে রক্তচোষা হয়
কেউ রক্ত দিয়ে নকসীকাঁথা আঁকে।
তোরা, আসলে দখিনা হাওয়া বন্ধু
কঠিন জীবনে মরুদ্যান
স্বার্থপর মনটা যখন হতাশায় ভাঙ্গে
তোরা দিস পথের সন্ধান।
তোরা আমাদের গর্ব রে
পঙ্কিল জীবনে তোরা পুষ্পিত "কমল",
তোরা " সক্ষম",
তোরা আছিস তাইতো সুন্দর পৃথিবী
প্রত্যয়ে বলতে পারি ---
"এরা আমাদের "।
Comments
Post a Comment