প্রতীক্ষা


একটু আগুন
বাঁচিয়ে রেখো
তোমার জন‍্যে আমার জন‍্যে।
একটু উত্তাপ
জিইয়ে রেখো
তোমারো জন‍্যে, আমার‌ও জন‍্যে।

একটু মেঘে
ভাসতে দিও
তোমার জন‍্যে আমার জন‍্যে।
একটু স্বপ্ন
দেখতে দিও
তোমারো জন‍্যে, আমারো জন‍্যে।

দুঃখ না হয়
থাকতে পারে
অনেক ধরণ, অনেক কারণ,
বিশ্বাসেতে
ভরসা চাই
আসুক মরণ, আসুক মারণ।

একটু সংঘাত
থাকতে পারে
এদের স্বার্থে, ওদের‌ও স্বার্থে।
মৈত্রী চিরাগ
জ্বালিয়ে রাখো
সত্যি অর্থে,  সঙ্কটাবর্তে।

দাঙ্গা চলছে
কাদের স্বার্থে
একটু এদের একটু ওদেরো।
মরছে যারা
কোন ঘরানা
কেউবা তোমার , কেউ আমারো।

লজ্জা সাথে
কাজ্জাটা কার ?
খানিকটা এদের খানিকটা ওদের ।
বিত্ত পাহাড়
জমছে কাদের ?
খানিকটা এদের‌, খানিকটা ওদের।

শোষণ স্টীমার
কার শাসনে ?
খানিকটা এদের খানিকটা ওদের।
ভাইপো যারা
বেঁচে আছে
কেউ বা এদের , কেউ বা ওদের।

স্বাধীনতা
ভাষণ বার্তা
কিছুটা অগাস্টে কিছুটা জানুয়ারী,
দেশপ্রেমটা
চমকে দেবার
ক্রিকেট মাঠে, বা ঘোড়স‌ওয়ারী।

উন্নয়নের
মাত্রাটা কি ?
করাপসন, আর তোষণদারী ?
আদ‍র্শটা
উচ্চে থাকুক
লক্ষ‍্যটা নয় তল্পিধারী।

মিছিলগুলো
চলতে দাও
না থাক ভাষা, অমিত তেজ,
প্রতিবাদটা
গড়তে দাও
জীবনটা হোক একটু সতেজ।

বৃষ্টিভেজা
সাতসকালে
রামধনু তার রঙ ছড়ায়।
ঝড়ের রাতে
ধৈয্য রাখুন
সূর্য ওঠার প্রতীক্ষায়।

Comments