হয়তো

সময়টা ক্রমে ক্রমেই কমছে আমার 

দিনগুলো আগে থেকেই নিয়মে বাঁধা

একটা অদ্ভুত অদৃশ্য আকর্ষণ

শূন্য থেকে অসীমে ঠেলে শূন্যতায় ফেরা, 

আমিতো থামিনি কোথাও 

তবু কেন বারবার ঠেলে দিচ্ছে আমায়,

চলন্ত শকটে এক নিরন্তর ধাঁধা ।


বর্ণময় ক্যানভাস তায় বর্ণহীন বাউল মেলা

রঙের ঔজ্জ্বল্যে তার অক্ষয় প্রতিষ্ঠা।

প্রদীপের প্রতাপ হয়ে যা প্রতীয়মান 

পিলসূজের সেতো প্রতিনিয়ত প্রচেষ্টা ।

নিমেষে যে কাজ, লোকে বলে ম্যাজিক 

আমি তো ম্যাজিশিয়ান নই।

আষ্টেপৃষ্ঠে প্রলোভন, পিচ্ছিল পথ

শক্ত হাতে হাত ধরে সে শক্তি ক‌ই? 

বিস্তর সূচী নিয়ে আমার যাত্রার সূচনা

সায়াহ্নে বসে আজ সেই লক্ষ্যটি খুঁজি ।

যদি অস্পষ্ট হয় লক্ষ‍্য অনন্ত সাগরে 

যে হয় কাণ্ডারী তার নেই দায় বুঝি? 

জীবনের ব্যালেন্সসীটে কারচুপি অনেক

তবু---, তবু মনে প্রশ্ন নিরন্তর,

যদি জানা যেত কোনো অছিলায়

জীবনের পেন্ডুলাম সে থামবে কোথায়---, 

জানা যেত কোনো ইন্দ্রজাল বলে

কতটা পথ পেরোলে সেই স্বর্ণশিখর

থাকতো যদি নিয়ন্ত্রণে সেই পাশার দান

হয়তো জীবনের ছক মাত্রা পেত ভিন্ন 

হয়তো তখন বন্ধু ....... হয়তো----।


Comments