এই বয়সে


এই বয়সেও ভালোই আছি
কোথাও কোন সমস্যা নাই
অল্প সল্প রোগ শোক যা
মতিভ্রমের শাস্তি পাই।
বয়স তো আর কম হলো না
ষাটের কাঁঁটা ছুঁই ছুঁই,
একটুখানি বাতের ব্যাথা
মাঝে মধ্যেই কাই কুই ।
প্রেসার আছে , চারশো সুগার
ভাবতে গেলেই যন্ত্রণা
তিনবেলাতেই ভাত গিলি
পেটটাকে দিই সান্ত্বনা।
বাঙ্গালীতো ভাতের নাড়ি
ভাত ছাড়া যে মন ভরে না
এক কিলো চাল দুদিনে খাই
এর কমেতে আর পারি না।
মাছের বাজার ভীষণ চড়া
আচ্ছে দিনেও স্বস্ত্বি নেই
সষ্য ছাড়া ইলিশ মাছে
জিহ্বা তে ঠিক মস্তি নেই।
কাজের লোকেই রান্না করে
খুব একটা যে মোটেই তা নয়
শুটকী রাধে রক্ত বর্ণ
তাই মাঝে হয় আমাশয়।
খাওয়ার জন্যেই বেঁচে থাকা
খাওয়ার জন্যেই রক্তপাত
ড্রয়ার খুলে তাইতো বসা
যত‌ই করুন মুন্ডুপাত।
ঘুষের টাকা ছুঁয়েও দেখি না
যা নিই তা স্পীডমানি,
ফাইল ছুটবে তড়িৎ গতি
চুটকি মারার মন্ত্র জানি।
যারা আসেন,  ভদ্রলোক
আমার জন্যে ভীষণ মায়া,
ভালবেসেই কেউ কিছু দেয়
দীনদয়ালের দীনে দয়া।
জর্দা পানে নেইকো নেশা
কাপড় চোপড় নোংরাতে ভয়
গাজা ভাঙেই নিয়ম রাখি
মহাদেবের প্রসাদ যে হয়।
গানবাজনায় ঝোঁক ছিল খুব
বাঈজী পাড়া যাই বটে
সমঝদারের ভীষণ অভাব
দুর্জনে সব বদ রটে।
আমার তাতে যায় আসে না
আমিতো আর খারাপ ন‌ই,
লোভের মাত্রা এই একটু বেশি
"ম" অক্ষরেই মাতাল হ‌ই।
নিজের কাজটা নিজেই করি
যত‌ই থাকুক সর্দি হাঁচি
সকালবেলা ঠাকুর সেবা
সন্ধ‍্যেবেলা সোনাগাঁছি।

Comments