ভারতবর্ষ


কারো  ভাবনাতে, শুধু সেই ফুল
কেউ   দেখে চোখে শর্ষে ফুল
কেউ   এচোঁড়েতে বড় পাকা দল
কারো  ভুল পথ গুনছে মাশুল ।

কেউ   পদে পদে ভয়ে ভয়ে রয়
           এই বুঝি ভিটে ছাড়া হয়
কেউ    ঘর ছেড়ে আজ রাজ্ করে
কেউ   রাজ্ করে ঘর ছাড়া হয়।

কেউ   ছাগলের তৃতীয় বাচ্চা
          ভাবখানা যেন সেই সাচ্চা
কেউ   চলাচলে বিদ্যায় দ্বীগ্গজ  
কারো ধার করা বুদ্ধিটা কাচ্চা।

কেউ   স্বপ্নের ফেরী করে ফিরে
কেউ   জাগা তবু স্বপ্নে বিভোর
কারো আতরেতে আতংক থাকে
কারো ঠোঁটে কাঁদে মিলনের সুর।

সুপ্রদীপ দত্তরায়

Comments